Ads 468x60px

AddThis

বিটিভিকে জনপ্রিয় করার ৬ দফাঃ যে কোন টিভি চ্যানেল ব্যাবহার করতে পারে

/  শুক্র – শনি বার দুদিন পুরোনো দিনের ছায়াছবি দেখাতে হবে ।  আধুনিক ছবির মধ্যে জলিল সারের গুলা দেখানো যেতে পারে, পাবলিক কমেডি ভালই পায়।  


/  নিয়মিত আগের দিনের নাটক (শমি কায়সার, বিপাশা, নোবেল ......) দেখাতে হবে।  পাশাপাশি ফারুকি, রেদওয়ান রনি, ফাহমি সহ ভালো পরিচালকের নাটক দেখানো। হুমাওন আহমেদের কোথাও কেউ নেই (বাকের ভাই), আজ রবি বার সিরিজ আবার দেখানো উচিৎ।    

/  বাচ্চাদের জন্য একটি নির্দিষ্ট সময়ে মিনা, টম এন্ড জেরি, মুগলি, কেপ্টিন প্ল্যানেট ইত্যাদি  কার্টুন বাংলায়ে ডাবিং করে দেখাতে হবে। আমরা  বড়রাও দেখবো। 

/  ক্রিকেটে বাংলাদেশ, ভারত, পাকিস্থান, অস্ট্রেলিয়া সহ ভালো দলের খেলা দেখাতে হবে। ফুটবলে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন এবং জনপ্রিয় ক্লাবের খেলা দেখাতে হবে।

/  কুইজ-কুইজ প্রতিযোগিতা, বিষয় ভিত্তিক প্রতিযোগিতা , English Competition ইত্যাদি

/  ইত্যাদির মত জনপ্রিয় - আধুনিক - মানসম্মত অনুষ্ঠান প্রচার করতে হবে এবং এদের প্রচার সংখ্যা বাড়াতে হবে। TV show এর মধ্যে   Mr. Bean, Charlie Chaplin দেখানো যেতে পারে।

*** এগুলো করার জন্য সরকারের সদিচ্ছাই যথেষ্ট। বেশি দেরি হলে আমাদের সমাজ হবে কলুষিত এবং জন্ম নিবে অনেক ঐশী।

কিছু চ্যালেঞ্জকে দূর করতে হবে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেঃ
=> সরকারি এবং বেসরকারি উদ্যোগে FDC  উন্নতি করতে হবে।
=> আরও সৃজনশীল মেধাবী লোকদের Film & Media যোগদান করা
 উচিৎ ।
=> সৃজনশীল লোকদের ধারা সামাজিক ও শিক্ষনীয় ছবি তৈরি করা
=> উন্নত মানের মেশিন আনার ব্যবস্থা করা।
=> ছবি থেকে অশ্লীলতা দূর করা।
=> Copy Right আইন করে শক্ত ভাবে জারি করা, যাতে আমাদের গায়ক – গায়িকা, ব্যান্ড দল ভালোভাবে টিকে থাকতে পারে।  
=> ভারতীয় চ্যানেলগুলোকে আস্তে আস্তে বন্ধ করে আমাদের স্বদেশীয় চ্যানেলগুলোকে গুরুত্ব দেয়া।

নিজের দেশের সংস্কৃতি  বাঁচান, নিজের দেশকে বাঁচান।

Film Television & Media  এর উপর কেউ পড়তে চাইলে বিভিন্ন মেয়াদে কোর্স করতে পারেন।
দেশের ভাল কিছু ভার্সিটিগুলোতে এসব কোর্স করায়েঃ    

Dhaka University

Stamford University

Green University

অন্যান্য বিশ্ববিদ্যালয়

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন