Ads 468x60px

AddThis

নির্বাচনী প্রচারণায়ে রঙ্গ/রাজ নীতি

ভোটারদের মন আকর্ষণের জন্য গাজীপুরে দুই প্রার্থীর পক্ষে দেশের মিডিয়া ব্যক্তিত্বগণ মাঠে নেমেছিলেন। সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক এমএ মান্নানের পক্ষে নির্বাচনী প্রচারণায় এক সপ্তাহ আগে মাঠে নেমেছিলেন জাসাস নেতা কণ্ঠ শিল্পী মনির খান। অন্যদিকে শেষ সময়ে এসে আজমত উল্লাহর পক্ষে সোমবার থেকে প্রচারনায় অংশ নিয়েছিলেন কণ্ঠ শিল্পী মমতাজঅভিনেত্রী তারানা হালিম এর আগে দুদিন প্রচারনায় অংশ নিয়েছিলেন 

জাসাস সভাপতি এম এ মালেকের নেতৃত্বে শিল্পী মনির খানসহ চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, বাদল আহমেদ, অভিনেতা হেলাল খান গাজীপুর চৌরাস্তা, ভোগড়া, বাসন সড়ক, চান্দনা চৌরাস্তা ও টঙ্গী এলাকায় দিনভর টেলিভিশন প্রতীকে ভোট চেয়ে প্রচারনায় অংশ নেন।  এর আগে রাজশাহীতেও শিল্পী মমতাজ এবং বিএনপির পক্ষে কণ্ঠশিল্পী আসিফ প্রচারনায় অংশ নিয়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন। ১৪ দল সমর্থিত প্রার্থীর পক্ষে অভিনেতা এটি এম শামসুজ্জামানের গণসংযোগকালে উৎসুক জনতার ভীড় জমে যায়। 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন